Header Ads

Others Part 1


★ বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত যে, আপনি যতটুকু জানেন,
মনে মনে ভাবেন আপনি তার চেয়ে বেশি জানেন।

★ স্যার আইজ্যাক নিউটন যৌন অভিজ্ঞতা ছাড়াই মৃত্যুবরণ করেন।

★ মার্ক জুকারবার্গ ফেসবুকের রঙ নীল করেছিলেন। কারণ বর্ণান্ধ হওয়ার জন্য তিনি লাল এবং সবুজ রঙ বুঝতে পারেন না।
তিনি যে রঙটা সবচেয়ে ভালো দেখতে পেতেন,
সেটি ছিল নীল।

★ পৃথিবীর সর্বশেষ মানব একাকী একটা রুমে বসে আছেন। হঠাৎ কে যেন তার দরজায় নক করল।
(
এটাই পৃথিবীর সংক্ষিপ্ততম ভূতের গল্প। লিখেছেন আমেরিকান লেখক ফ্রেডরিক ব্রাউন।)

★ তেলাপোকার শরীরে মানুষের স্পর্শ লাগলে এটা দ্রুত সরে গিয়ে নিজের শরীর পরিষ্কার করে ফেলে।

যে ঘরে বাতির রঙ নীল হবে সে ঘরে মশার সংখ্যা বেড়ে যাবে। কারণ মশারা নীল রঙের প্রতি দুর্বল!!!

★ যদি দুধকে দুই ঘণ্টা রোদে রাখা হয়, তাহলে দুধের মধ্যে থাকা ভিটামিন-বি নামক উপাদানের দুই-তৃতীয়াংশ উধাও হয়ে যাবে।


No comments

Powered by Blogger.